19-07-2022, 10:52 AM
(17-07-2022, 12:39 PM)Baban Wrote: উফফফফ কি ভয়ানক, বীভৎস আর নৃশংস! নিজের স্বার্থ লাভ ও নির্দোষের হত্যা এদের কাছে মজা এবং রহস্য ভেদের চাবিকাঠি। রাগ, ঘৃণা, লোভ সব মিলে আরও পৈশাচিক হয়ে উঠেছে দুজনে। রাতের ওই ভয়ঙ্কর মৃত্যু বর্ণনা ও পূর্বের ভয়াবহ পরিবেশকে ফুটিয়ে তোলা আর সাথে দুটো ভয়ঙ্কর মাথার ঝলক আর দীনেশের মৃত্যুভয় ও শেষে মৃত্যুকে ডাকা উফফফফ বীভৎস!
ওদিকে হীরা নিজের কাজে ব্যাস্ত, আর লালি ব্যাস্ত হীরায় কিংবা হীরায় হারিয়েও বলা চলে। উত্তেজনার পারদ বেড়েই চলেছে। দুর্দান্ত পর্ব। ফিরে এসেই ছক্কা!!
হ্যাঁ নিজের জিনিস পেতে ওরা দুজনাই পাগল সেটা পেতে। বাকি বাঘমুড়ো গ্রামের লোকজনের হাতে।