19-07-2022, 10:47 AM
(17-07-2022, 10:29 AM)boro bara Wrote: এমন ভয়ঙ্কর লেখা কি ভাবে লেখেন কি ভাবে কে জানে। সেই জন্যেই আপনি লেখক। কল্পনার আতঙ্কের মন মারাত্মক তীব্রতা আমাকে অবশ করেই দিয়েছে। একটা বিপজ্জনক পর্ব। জাল গোটাতে শুরু করেছেন বুঝতে পারছি। হীরা কে ভগবান রাখেন নি। সাধারণ ছেলের মতন করে রেখে দিয়েছেন। যেন মায়ের কোলের ছেলে। লালির ভালোবাসা এবারেও বাকি গল্প গুলোর মতন একটা জায়গা করে নেবে পাঠকদের মনে সেটা বুঝে গেছি।
হতে পারে এটার রেটিং কমে গেছে, কিন্তু এই গল্প আমার কাছে পাঁচ তারারও বেশী। যদিও আমার মনে হয় না আপনার তাঁরা নিয়ে কোন চাপ আছে বলে। দুর্দান্ত আপডেট।
হ্যাঁ হীরা তো বাড়ির ই ছেলে। নয় কি? ভগবানের সংজ্ঞা তো আমি দিয়েইছি শুরুতে। ভগবান তো আর কেউ নয়, বাড়ির ছেলে টা বা মেয়েটা কিছু মারাত্মক গুণ নিয়ে আসে ক্ষণজন্মা বা বিশাল সময় নিয়ে। বদলে দেয় সেই পরিবার বা আশেপাশের চিন্তাভাবনা কাজ করার ধরণ বা জীবনের মানে। আর সেটা সেই সময়ের উপযোগী হয়ে তাদের জীবন কে একেবারে নতুন করে বানিয়ে দেয়। মায়ের কোলের ছেলেটাও একদিন ঘুম থেকে উঠে নিজের বউ এর অত্যচারের বিপক্ষে প্রশ্ন তোলে। সেই স্ত্রীর কাছে সেই কোলের ছেলেটাই একেবারে শ্রী কৃষ্ণর মতন হয়ে দেখা দেয়। কাজেই সেই সময়ে সেই ছেলে কারোর না কারোর কাছে কৃষ্ণ। আমি সেই টাই বলতে চাইছি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)