18-07-2022, 12:07 PM
(18-07-2022, 10:50 AM)Sanjay Sen Wrote: বাবা-মা কে হারিয়ে, বাড়িঘর খুইয়ে গোগোলের জীবনের পরবর্তী অধ্যায়ের যে বর্ণনা তুমি তুলে ধরেছো তা সত্যিই হৃদয়বিদারক। এর সঙ্গে অভাগিনী সুজাতা আর গোগোলের মধ্যে আস্তে আস্তে যে মেলবন্ধন গড়ে উঠছে সেটাও ভালো লাগলো। শরৎকালের প্রাকৃতিক বর্ণনা যেভাবে করেছো তা অসাধারণ বললেও কম বলা হবে। সবশেষে স্বপ্নার আগমন এবং কামরাজের সঙ্গে যৌনখেলায় মত্ত হয়ে পড়া। এছাড়া security officer interrogation এর সময় একটা থ্রিলিং ব্যাপারতো ছিলোই। সব মিলিয়ে উত্তর পর্বের প্রথম আপডেট blockbuster
এত সুন্দর এবং নিখুঁত বিশ্লেষণ যে ব্যক্তি করতে পারে তার মন্তব্যের আশায় অপেক্ষা করে বসে থাকতে কোনো দ্বিধাবোধ হয় না আমার। এই ভাবেই পাশে থাকো, ভালো থাকো এবং অবশ্যই পড়তে থাকো