18-07-2022, 09:07 AM
(18-07-2022, 12:23 AM)Boti babu Wrote: দারুন ভাবে আবার নতুন অধ্যায় নতুন করে শুরু হয়েছে।
গোগোল এর ভবিষ্যত যেমন গোগোলের হাতে ঠিক তেমনি দেখতে চায় গোগোলের গোলকধাঁধায় থেকে কি ভাবে বাঁচে ঐ সব নরকের কীটগুলি ।
যে ভাবে অরুন্ধতীর মৃত্যু নাড়িয়ে দিয়েছিল ভেতর থেকে অনিরুদ্ধের মৃত্যু কিন্তু সে ভাবে দাগ কাটে নি, কারণ অরুন্ধতীর করুণ পরিণতির জন্য কিছুটা হলেও পরোক্ষে অনিরুদ্ধ দায়ী ।
গোগোলের লিস্ট কিন্তু বড় হচ্ছে 1. প্রধান শিক্ষক। 2. জি এম 3 বিধায়ক 4/5. নেপালি আর নেপালির গুরুদেব। 6. অনিরুদ্ধের গাড়ির অক্সিডেন্ট যারা করলো। 7. অনিরুদ্ধের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী। হাসপাতালের স্টাফ শুধু একজন নার্স এর দ্বারা একজন মানুষ কে মেরে ফেলা এত সহজে না হিসাবে মিলছে না হাসপাতালের আরো কর্মি যুক্ত আছে।
এ নরকের কীট গুলির একটি বিশাল বড় সিন্ডিকেট কাজ করছে তা বুঝতে বাকি নেই ।
এখন দেখতে হবে কি ভাবে গোগোল নিজের গোলকধাঁধা রচনা করে আর এই গোলকধাঁধায় কি ভাবে একে একে সবাই নিজের কৃতকর্মের ফল পায়। ঈশ্বরের বজ্র হয়ে গোগোলের হাতে সবাই নিজ নিজ কর্মের ফল পাবে সে দিকে চেয়ে আছি ।।।
তুমি তো লম্বা লিস্ট ধরিয়ে দিলে, এখন দেখতে হবে এদের মধ্যে কতগুলো authentic enemies .. এছাড়াও খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করলে পুরো পর্বের .. সঙ্গে থাকো পড়তে থাকো