17-07-2022, 09:21 PM
উফফফফফ অসাধারণ! না মোটেও ওই নোংরা শয়তানটার মিলন বর্ণনার কথা বলছিনা, বলছি তার আগের কঠোর ক্রুর বাস্তবটার কথা। যেটা দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছো। সব হারিয়ে আজ এক বাচ্চা আর এক নারী একে ওপরের পরিপূরক। তাদের সবচেয়ে বড়ো সম্বল তারাই। সব কিছু হারিয়ে আজ তারা অন্তত একটা আশা খুঁজে পেয়েছে বাঁচার। এক নারী হয়ে উঠেছে মা, আর সন্তান পেয়েছে মাম্মাম। এতো বড়ো বীভৎস ধাক্কাটা ভাবলেও কেমন যেন লাগে উফফফফফ!!
কেন জানি অমন শয়তানদের কর্ম কান্ড জানার পর ওদের নোংরামি পড়ে সেইভাবে উত্তেজনা আসছেনা। যদি উত্তেজিত হতে হয় তবে নিজেকে ওই জায়গায় নামিয়ে উত্তেজিত হতে হবে। সেটা খুবই রিস্কের। যদিও হয়তো নিজের গল্পের জন্য আমাকেও..... না থাক! এখন সেসব নিয়ে কিছু বলবোনা। শুধুই বলছি উপরুক্ত প্রথম পর্ব বা নতুন সূচনা জাস্ট অসাধারণ।
কেন জানি অমন শয়তানদের কর্ম কান্ড জানার পর ওদের নোংরামি পড়ে সেইভাবে উত্তেজনা আসছেনা। যদি উত্তেজিত হতে হয় তবে নিজেকে ওই জায়গায় নামিয়ে উত্তেজিত হতে হবে। সেটা খুবই রিস্কের। যদিও হয়তো নিজের গল্পের জন্য আমাকেও..... না থাক! এখন সেসব নিয়ে কিছু বলবোনা। শুধুই বলছি উপরুক্ত প্রথম পর্ব বা নতুন সূচনা জাস্ট অসাধারণ।