16-07-2022, 11:44 PM
(16-07-2022, 07:38 PM)sudipto-ray Wrote: দুটো আপডেট একসাথে পড়লাম। এবার স্বমহিমায় রাই, এই জন্য বলেছিলাম রিদ্ধিমা চৌধুরী নামটা মনে রাখতে হবে। আপনার গল্পের " Dramatic Conversation " গুলো বেশ চমৎকার, বিশেষত (.....) এর মাধ্যমে বুঝিয়ে দেয়াটা। রাই যত পারুক রুদ্রকে নিয়ে খেলুক, কিন্তু রুদ্র যেদিন তার রাইকে চিনবে, সেদিন সেও হয়তো রাই এর মন নিয়ে দুষ্টমিষ্টি খেলাটা খেলবে। রাই যেমন রুদ্রর পরীক্ষা নিচ্ছে, তেমনি রুদ্রও রাইয়ের পরীক্ষা নিবে।
আপনি এমন একজন লেখক, যার গল্পে পিনুদার লেখার গন্ধ পাই।
পিনুদার বাংলা গল্প গুলো, কামদেবের গল্প গুলো আমাকে ভীষণ ভাবে টাচ করেছে সেখান থেকেই এই ফোরামে আসা আর এখানে এসে বাবান দা বুম্বা দা আমাকে ভীষণ ভাবেই অনুপ্রাণিত করেছে।
হয়তো কোন ভাবে তাতের থিম গুলো মাথায় গেথে আছে....
পাশে থেকে মহামূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ভালোবাসা।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।