16-07-2022, 08:26 PM
(16-07-2022, 08:17 PM)Bumba_1 Wrote:
সেদিন ঝড়-জলের রাতে যখন তাদের বাড়ির অনতিদূরে প্রচন্ড জোরে বিকট শব্দ করে একটা বাজ পড়লো, তখন গোগোল সুজাতাকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুঁজে দিয়ে বলেছিলো "আমার না, খুব ভয় করছে মামনি .. তোমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকলে আমার মনে হয়, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না .. একটা কথা বলবো মামনি? তোমার গা দিয়ে ঠিক আমার মাম্মামের মতো গন্ধ পাই আমি। মুচকি হেসে গোগোলের মাথার চুলে বিলি কেটে দিয়েছিল সুজাতা।
বাকিটা জানতে হলে পড়তে হবে শূন্য থেকে শুরুমূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল
আগামীকাল রাতে নিয়ে আসছি উত্তর পর্বের প্রথম আপডেট
বাপরে!! পরপর কি দিচ্ছ গুরু! এই সেদিন ওই ধাক্কা আর আবার কালকেই!!
এই পর্বর টিজারটা পড়ে বেশ একটা ভালোলাগা কাজ করলো। দেখি পুরো পর্বে কতটা কি লুকিয়ে থাকে। অপেক্ষায়..... ♥️