16-07-2022, 07:38 PM
দুটো আপডেট একসাথে পড়লাম। এবার স্বমহিমায় রাই, এই জন্য বলেছিলাম রিদ্ধিমা চৌধুরী নামটা মনে রাখতে হবে। আপনার গল্পের " Dramatic Conversation " গুলো বেশ চমৎকার, বিশেষত (.....) এর মাধ্যমে বুঝিয়ে দেয়াটা। রাই যত পারুক রুদ্রকে নিয়ে খেলুক, কিন্তু রুদ্র যেদিন তার রাইকে চিনবে, সেদিন সেও হয়তো রাই এর মন নিয়ে দুষ্টমিষ্টি খেলাটা খেলবে। রাই যেমন রুদ্রর পরীক্ষা নিচ্ছে, তেমনি রুদ্রও রাইয়ের পরীক্ষা নিবে।
আপনি এমন একজন লেখক, যার গল্পে পিনুদার লেখার গন্ধ পাই।
আপনি এমন একজন লেখক, যার গল্পে পিনুদার লেখার গন্ধ পাই।