16-07-2022, 06:17 PM
(16-07-2022, 04:57 PM)bourses Wrote: অসংখ্য ধন্যবাদ বুম্বা এই ভাবে উৎসাহিত করার জন্য... এই উৎসাহ প্রদানটা যে কতটা তা সেই বোঝে যে হাজার কাজের মাঝেও আপডেট লিখতে বসে... আজকাল তো দেখি হাতে গোনা তোমরা দুই একজন মাত্র আপডেটের মতামত রেখে যাও... দেবুটা ছিল বরাবরের সঙ্গী, তাকেও আবার শুনলাম ব্যান করে দিয়েছে... ওর একটু মাথা গরম ঠিকই, কিন্তু এই ভাবে ব্যান করে দিলেই কি সব কিছু চাপা দিয়ে দেওয়া যায়? আমরা কি কিছুই বুঝি না? আখেরে কি সত্যিই লাভ হয় যারা এই ভাবে একে অপরের গলা চেপে ধরছে? কি জানি বাবা... কিসের মানসিকতায় এই সব করা! এতে কার কত লাভ হয়!
আমিও শুনেছি উনাকে ব্যান করা হয়েছে। রেগে গেলে দে বাবুর মুখের ভাষা অত্যন্ত খারাপ .. এ কথা আমি বহুবার বহু জায়গায় বলেছি। তবে দে বাবুর মতো সিনিয়র মেম্বারকে কোনো একজনের পক্ষে রিপোর্ট করে ব্যান করা সম্ভব নয়। এটা বারংবার করতে থাকা সমষ্টিগত প্রয়াসের ফল .. সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। কিছু নাম-গোত্রহীন (অ)মানুষ দিনের পর দিন পিছন থেকে ছুরি মারার মতো অন্যায় করে যাবে, আর কেউ একজন (অত্যন্ত খারাপ ভাষায়, এটা অস্বীকার করছি না) প্রতিবাদ করলেই তাকে ব্যান করে দেওয়া হবে। এই নাটকটা কে বা কারা করছে সেটা জলের মতো পরিষ্কার সবার কাছে।