16-07-2022, 04:57 PM
(15-07-2022, 08:40 PM)Baban Wrote:বাহ্ অপূর্ব মিলন বর্ণনা। এই ধরণের বর্ণনার একটা আলাদা উত্তেজনা আছে। সেটা অবৈধ মিলন থেকে একেবারে ভিন্ন। হ্যা এটা ঠিক যে অবৈধ মিলন বর্ণনার আকর্ষণ ভয়ানক। কারণ নিজের জীবনে সেই পথ অনেকেই বেছে নিতে না চাইলেও ফ্যান্টাসিতে অনেকেই এসব পড়ে নিজের চেতন ও অবচেতন মন দুইকেই সন্তুষ্ট করে। কিন্তু এই ধরণের বর্ণনা যেখানে শরীরী আকর্ষণ থাকলেও লোভী জানোয়ারের মতো নারী মাংস ভক্ষন নেই, তার পরিবর্তে আছে শুধুই দুজনাতে হারিয়ে যাওয়া, আর খেলা শেষে ভোরের আলোয় প্রথম আবিষ্কার একে অপরের মধ্যে.... উফফফফফ! অসাধারণ।
আমার কিন্তু এই মিলনটা অনেক বেশি ভালো লাগলো জর্ডির পর্বের থেকেও। তার কারণ কিন্তু অবশ্যই এটা নয় যে জর্ডি নারী হয়েও পুরুষ। তার কারণ এই বর্তমান পর্বের পুরুষ নারীর একে অপরের প্রতি এক অন্য টান যা না চাইতেও এদের কাছে এনেছে। এবার দেখার আগে কি হয়?
এটাই তো স্বাভাবিক... দুটি নারী পুরষের মধ্যে যে তরঙ্গ বয়ে যায় সেটা সব সময়ই অমোঘ... তাই প্রকৃতির অলঙ্ঘনীয় অঙুলিহেলনে দিম্মি আর আমাদের নায়িকার একে অপরের প্রতি টান অনুভব করেছে... ঠিক যেটা ঘটেছিল অলিভীয়ার ক্ষেত্রে... সূর্যনারায়ণকে দেখার পরে... কে কোথায় কি ভাবে যে সেই টানটা অনুভব করবে, সেটা কেউ জানে না... যেমন আমাদের চন্দ্রা ম্যাডাম কি কোনদিন ভেবেছিল সে তার প্রথম মন সমর্পন করে বসবে জোর্ডিকে? আর সেখানেই যত দ্বন্দ... যত ছন্দপতন... এখন সত্যিই দেখার কি ভাবে ভার সাম্য রক্ষা করে এগিয়ে যায় আমাদের নায়িকা... কোন কূল বেছে নেয় নাকি দুই কুলেই পা রেখে চলতে সক্ষম হয়... একটা বড় জিজ্ঞাস্য তার কাছে...