15-07-2022, 11:20 PM
(15-07-2022, 09:30 PM)Bumba_1 Wrote: রাই ওরফে ঋদ্ধিমা চৌধুরী যে কিনা একটা এত বড় কোম্পানির ম্যানেজার পোস্টে কাজ করে, ধরে নিচ্ছি গাড়িটাও ওর নিজস্ব। তার ওই জানোয়ার বাবা বিজয় চৌধুরীকে পাত্তা দেওয়ার বেশি দরকার নেই। আজ যে কথাগুলো বাবার মুখের উপর বলেছে, একদম ঠিক বলেছে।
গাড়ি চালাতে চালাতে রাইয়ের অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়ে আবার বর্তমানে ফিরে আসার এই বিষয়টা বেশ উপভোগ্য লেগেছে। রুদ্র জংলি ঘোড়া ঠিকই, তবে রাইকে জীবনসঙ্গিনী হিসেবে পেলে ওরা সুখীই হবে। তবে রাস্তা বেশ কঠিন .. লড়ে জিততে হবে।
ঘোড়া কিন্তু দারুন বশ মানা প্রাণী....
রাই একা আর কত এগোবে রুদ্র বাবুর তো কোন হেলদোল দেখি না৷ ব্যাটা আছে মেয়ে খুঁজার মাঝে।
দেবীকা চৌধুরী যদি একটু হেল্প করে তবেই..
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।