15-07-2022, 11:06 PM
(15-07-2022, 10:12 PM)Baban Wrote:ঋদ্ধিমা ম্যাডাম যে আজকে অন্য সুরে কথা বলছে। ওদিকে একজন ফোন লুকিয়ে রাখছে, আরেকদিকে অচেনা নম্বর থেকে বার বার ম্যাসেজ। যদিও হয়তো লেখক এইটা দেখিয়ে নজর অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন কিন্তু সত্যি হয়তো অন্য। অনেকটা ওই গোয়েন্দা গপ্পের মতো। দেখে মনে হয় অপরাধী একজনকে কিন্তু আসলে বেরোয় অন্য একজন। ছোটোখাটো থ্রিলার চলছে এই গল্পে।
এদিকে মহান বাবাজির মহান জ্ঞান। আহা পুরুষ বোধহয় একেই বলে। মেয়ে বৌ যাক চুলোয়, খুজি সোনা ধুলোয়। আগেও বলেছিলাম কঠোর হওয়া ভালো, এতে পরিবার বন্ধন দৃঢ় হয় কিন্তু এটাতো বিকৃত। শুধুই যৌনতাতে বিকৃত মানুসিকতা থাকে তা নয়, এমন অনেক কিছুতেই লুকিয়ে থাকে। যে সন্তান পিতা মাতার স্নেহ কম আর ধমক আর রাগ সহ্য করে বড়ো হয় তাদের মানুসিকতাও হিংস্র হয়ে যাবার চান্স থাকে। আর এই মহান পিতা তো নিজের পৌরুষ ও লোভে মেতে। না বৌ, না কন্যা কেউ আপন না এর কাছে। কন্যার সুখ দুঃখ কিছুরই মূল্য নেই এর কাছে
যাইহোক এতো পুরো ৯০ এর বাংলা সিনেমার সিন্ দেখলাম আজকে। এমন কোনো শট কোনো ফিল্মে হলে রাই এর বাবার ভূমিকায় শুভেন্দু বাবু অসাধারণ অভিনয় করতেন, রাই হয়তো ঋতুপর্ণা কিংবা ইন্দ্রানী আর রূদ্র বাবু তো প্রসেনজিৎ ছাড়া ভাবাই যায়না।
সহমত আপনার সাথে।