15-07-2022, 08:40 PM
(This post was last modified: 15-07-2022, 08:44 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
বাহ্ অপূর্ব মিলন বর্ণনা। এই ধরণের বর্ণনার একটা আলাদা উত্তেজনা আছে। সেটা অবৈধ মিলন থেকে একেবারে ভিন্ন। হ্যা এটা ঠিক যে অবৈধ মিলন বর্ণনার আকর্ষণ ভয়ানক। কারণ নিজের জীবনে সেই পথ অনেকেই বেছে নিতে না চাইলেও ফ্যান্টাসিতে অনেকেই এসব পড়ে নিজের চেতন ও অবচেতন মন দুইকেই সন্তুষ্ট করে। কিন্তু এই ধরণের বর্ণনা যেখানে শরীরী আকর্ষণ থাকলেও লোভী জানোয়ারের মতো নারী মাংস ভক্ষন নেই, তার পরিবর্তে আছে শুধুই দুজনাতে হারিয়ে যাওয়া, আর খেলা শেষে ভোরের আলোয় প্রথম আবিষ্কার একে অপরের মধ্যে.... উফফফফফ! অসাধারণ।
আমার কিন্তু এই মিলনটা অনেক বেশি ভালো লাগলো জর্ডির পর্বের থেকেও। তার কারণ কিন্তু অবশ্যই এটা নয় যে জর্ডি নারী হয়েও পুরুষ। তার কারণ এই বর্তমান পর্বের পুরুষ নারীর একে অপরের প্রতি এক অন্য টান যা না চাইতেও এদের কাছে এনেছে। এবার দেখার আগে কি হয়?