14-07-2022, 09:22 PM
সীমাবদ্ধতা
-nextpage
টেনে দেয়া দন্ডির
গন্ডি পেরোনোর সাধ্য আমার নেই,
আমি অনেকটা ভৌতিক
ভীতু প্রকৃতির মানুষ।
আমার মনের ভয়
জয় করিবার মত তন্ত্র সাধনা নেই,
কেবলি ঝড়ো বাতাসে
মনের আকাশে সিঁদুরে মেঘে আনাগোনা
মুষলধারে বৃষ্টিতেই কাঁপতে থাকি
ঝড় দেখিবার সাহস আমার নাই।
নিজের সহ্য সীমা
কিংবা জীবন বীমা কোনটাই হয়ে উঠে নাই
প্রখর সূর্যের তাপে
উত্তপ্ত শরীরে পুড়া চামড়া
রাতের আকাশে
চাঁদের কিরণে ভাসতেও ভয় পায়।
আমার লুকানো ইচ্ছে
অনিচ্ছের বারণে কখনো বাহিরে আসে নাই
হ্যাঁ বলিতে
মনের গলিতে হারাবার আগে
না বলিয়া উদ্ধার হয়ে যাই
তাই হয়তো নতুন করে কিছু সাধ জাগে নাই।
জন্মের পশ্চাতের পূর্বে
দক্ষিণ বাহুতে নিজেকে আটকানো শিখে যাই
তাইতো আমার
নিজেকে থামার
বলিবার আগেই লোকাল বাসের মত থামিয়ে যাই
কেউ হয়তো জানবেনা আর
আমিও ছিলাম
বিলিয়ে দিলাম যা আমার থেকেও নাই বা হলাম।