14-07-2022, 05:26 PM
(13-07-2022, 10:35 PM)Oniruddho Wrote: দাদা গল্পের কর্ণধার আপনি, আপনি যাকে খুশি নায়ক বানাতে পারেন, এতে কারোর কিছু করারা নেই। সবই আপনার হাতে। এখানে মন দেওয়া নেওয়া আসছে কোথা থেকে??
আমি আর কে গো ভাইটু... সবই ওই চন্দ্রকান্তার বলে যাওয়া কথাগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসি... সবই তার জীবনস্রোতে চলা কাহিনীর বিস্তার... হ্যা, আমি হয়তো মাঝে মধ্যে আমার কল্পনার কিছু মিশেল মিশিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করি ঠিকই, কিন্তু মূল বক্তব্যটা তো ওই চন্দ্রকান্তা ম্যাডামেরই...
(13-07-2022, 10:40 PM)Oniruddho Wrote: ভালোই, আরেকটু বড়ো হলে ভালো হতো!
দাদা রাজকুমারী কী আর বেলডাঙায় ফিরবে না??
ফকির, কাজলদের খুব মিস করছি।
আর কতোদিন বিদেশে ডাক্তারি করাবেন, এবার একটু দেশে ফিরিয়ে আনেন, নায়কসমেত
হ্যা... আগের পর্বটির আরো কিছুটা বাকি থেকে গিয়েছিল দিতে, তাই আজ সেটা সম্পূর্ন করবো...
আর রাজকুমারীর বেলাডাঙায় ফেরা, সেটা তো ভবিষ্যত বলবে... গল্পের একদম শুরুটা খেয়াল করলে দেখবে আমাদের নায়িকা কিন্তু এই শহরেই উপস্থিত... তাই কবে কখন কিভাবে আর কিসের জন্য সে ফিরে এলো সেটা জানতে একটু ধৈর্য ধরতেই হবে... কারন এখানে ফেরার আগে সে আরো অনেক কিছুর শাক্ষী হয়ে এসেছে... সাথে থাকো, জানতে পারবে সমস্ত কিছুই... ক্রমশ প্রকাশ্য...