14-07-2022, 02:23 PM
(14-07-2022, 12:17 PM)Baban Wrote: আমার কালকে ওই বর্ণনা পড়েও মনে হয়েছিল একটা জিনিস, আজ এখন এই লেখা পড়েও কিছুটা সেই চিন্তার জোর বাড়ছে যে তুমি হয়তো এমন একটা ভয়ানক কালো ছায়ার ঘেরা অন্ধকারের মধ্যেও আলোকে হারিয়ে যেতে দেবেনা। সেই আলো হয়তো নিজের রশ্মি বজায় রাখবে চিরতরে কিংবা সেই নির্দিষ্ট পর্যায় পর্যন্ত। হয়তো আমি ভুলও হতে পারি। যাইহোক সরাসরি না বলে এইভাবে বললাম। তুমি বুঝবে ঠিকই ।
হ্যাঁ, তোমার ইঙ্গিত অবশ্যই বুঝতে পেরেছি। এখন বেশি কিছু না বলে এইটুকুই বলবো সবকিছু যতটা সম্ভব বাস্তবসম্মত (একটু নাটকীয়তা না রাখলে রোমাঞ্চ ব্যাপারটা আসে না) ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবো ভবিষ্যতে, এমনকি মৃত্যুর ঘটনাগুলোও।