14-07-2022, 12:17 PM
(14-07-2022, 11:41 AM)Bumba_1 Wrote: দুর্দান্ত বিশ্লেষণ বরাবরের মতোই। তোমার মন্তব্যের পর নতুন করে আর কিছু বলার থাকে না। তোমাদের ভালোলাগাটাই তো আমার কাছে বড় প্রাপ্তি। তবে এইটুকু অবশ্যই বলবো এখানে শুধুমাত্র অনিরুদ্ধর মৃত্যু এবং লতিকা দেবীর মৃত্যুর উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই মৃত্যু কিভাবে সংগঠিত হলো, তার বর্ণনা অথবা মৃত্যুর সময়ের ঘটনাপ্রবাহের উল্লেখ এখনো পর্যন্ত করা হয়নি .. ভবিষ্যৎ নিশ্চয়ই এর উত্তর দেবে। সঙ্গে থাকো এবং পড়তে থাকো
আমার কালকে ওই বর্ণনা পড়েও মনে হয়েছিল একটা জিনিস, আজ এখন এই লেখা পড়েও কিছুটা সেই চিন্তার জোর বাড়ছে যে তুমি হয়তো এমন একটা ভয়ানক কালো ছায়ার ঘেরা অন্ধকারের মধ্যেও আলোকে হারিয়ে যেতে দেবেনা। সেই আলো হয়তো নিজের রশ্মি বজায় রাখবে চিরতরে কিংবা সেই নির্দিষ্ট পর্যায় পর্যন্ত। হয়তো আমি ভুলও হতে পারি। যাইহোক সরাসরি না বলে এইভাবে বললাম। তুমি বুঝবে ঠিকই ।