14-07-2022, 10:31 AM
shocking and thrilling এই দুটি শব্দই বের হলো সম্পূর্ণ আপডেট পড়ার পর। 'আদি-পর্ব' অর্থাৎ এই উপন্যাসের প্রথম ভাগ বা অধ্যায়ের সমাপ্তি ঠিক যেভাবে হওয়ার দরকার ছিল সেই ভাবেই হয়েছে। মর্গের যেভাবে বর্ণনা দিয়েছো পড়তে পড়তে মনে হচ্ছিল চোখের সামনে ছবির মতো দেখতে পাচ্ছি সবকিছু, গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তারপর অরুন্ধতীর মৃতদেহ দেখার পর অনিরুদ্ধ এবং গোগোলের যে উপলব্ধি ফুটিয়ে তুললে তুমি তোমার লেখনীর মধ্যে দিয়ে তা একেবারে যথাযথ। একটুও অতিরঞ্জিত বা সস্তার নাটকীয় sequence নয় অথচ প্রত্যেকটি লাইন মন ছুঁয়ে গেছে। অরুন্ধতী আর নেই সেটা গত পর্বেই বুঝে গিয়েছিলাম। তবে অনিরুদ্ধর মৃত্যুটা uncertain, কিন্তু এক্ষেত্রে একটা কথা বলতেই হয় এই ব্যাপারটা কিছুটা তাড়াহুড়ো করে লিখে ফেলেছো, যেহেতু 'উত্তর-পর্বে' অনিরুদ্ধকে আর রাখতে চাও না তুমি। ব্যাপারটা আরেকটু নাটকীয় এবং রোমাঞ্চকর হলে ভালো হতো। আর সব শেষে অরুন্ধতীকে শেষ করার চতুষ্কোণের একটা বাহুকে নিশ্চিহ্ন করে গোগোল যেভাবে এসে শিশুর মতো innocent ভঙ্গিতে কথাগুলো বলছিল, তাতে মনে হয় ভবিষ্যতে অনেকের ঘুম কেড়ে নেবে এই গোগোল। clp); yr):


![[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]](https://i.ibb.co/ngdFS53/Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)