14-07-2022, 09:22 AM
(13-07-2022, 11:33 PM)Rinkp219 Wrote: এক কথায় অসাধারণ। কিন্তু অরুন্ধতী মারা গেছে মানতে পারছি না
আমি জানি অরুন্ধতীর চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছে না মন থেকে। আসলে কোনো চরিত্র মনের মণিকোঠায় স্থান পেলে তাকে হারিয়ে ফেললে খারাপ তো লাগেই। আমার নিজেরই খুব খারাপ লাগছে। কিন্তু উপায় নেই .. উপন্যাসের গতিপ্রকৃতি এখন আর আমার হাতে নেই, নিজের খেয়ালে সে এগিয়ে চলছে। তবে উত্তর-পর্বে আরো কিছু নতুন চরিত্রের আগমন ঘটতে পারে, যা হয়তো .. বাকিটা জানতে হলে পড়তে হবে আমার উপন্যাস।