13-07-2022, 10:56 PM
উফফফফফ দারুন। না শুধুই কামুক বর্ণনার জন্য নয়। ওটাতো তুমি তোমার লেখার জাদুতে ফুটিয়ে তলায় ওস্তাদ। আমি বলছি ওটার ঠিক পূর্বের রূপটা। দিম্মির ওই চ্যালেঞ্জ নিয়ে জয়লাভ যেটা আসলে দিম্মির জয়, সাথে প্রথম এক ভালোলাগা কিন্তু নিজেকেই বুঝতে না দেওয়া বাঁ বলা উচিত মনকে আটকে রাখা। শেষে নিজের কাছে নিজের পরাজয়। সেই হারতেই হলো ম্যাডামকে। কিন্তু এই হারে অনেক প্রাপ্তি আবার হয়তো কিছু হারিয়েও গেলো। হয়তোবা ব্যাপারটা ভুল কিংবা কিছুই না। পুরোটাই যে ভাবছে তার ওপর। অসাধারণ পর্ব।