13-07-2022, 10:10 PM
(This post was last modified: 13-07-2022, 10:17 PM by Baban. Edited 3 times in total. Edited 3 times in total.)
বাপরে বাপ কি ছিল এটা!! উফফফফ কি বীভৎস, কি পৈশাচিক, কি মর্মান্তিক!! আসলে এমন একটা ধাক্কা হজম করা মুশকিল তা হোকনা গল্পেই। এতদিনের চেনা চরিত্র দুটো যদি হটাৎ চিরতরে হারিয়ে যায় তবে কেমন ফাঁকা লাগে, তাও আবার এভাবে! এখন তো পূর্বের ওই নোংরা মিলন দৃশ্য গুলো ভাবলে কেমন বিশ্রী একটা অনুভূতি জাগছে। অবৈধ মিলন উপভোগ করতেই বেশির ভাগ মানুষ এখানে আসে, কিন্তু সেই মিলনের পরবর্তী পর্যায় এমন হলে সেই মিলন থেকে জঘন্য আর কিছুই হয়না! ওই নিকৃষ্ট মানের মানুষ গুলোর ওই জিনিসটা কেটে ফেললে বোধহয়..... যাইহোক! একটু বেশিই ডুবে গেছিলাম।
তবে গোগোল এবার সত্যিই সমাজের একজন হয়ে উঠলো। যেটা হওয়া উচিত ছিলোনা, অন্তত এই ছোট বয়সে। কিন্তু পরিস্থিতি তাকেও এক মানুষ... এক আগুনে জ্বলতে থাকা পুরুষ বানিয়েই ছাড়লো।

তবে গোগোল এবার সত্যিই সমাজের একজন হয়ে উঠলো। যেটা হওয়া উচিত ছিলোনা, অন্তত এই ছোট বয়সে। কিন্তু পরিস্থিতি তাকেও এক মানুষ... এক আগুনে জ্বলতে থাকা পুরুষ বানিয়েই ছাড়লো।


দাউ দাউ করে জ্বলে আগুন। পুড়িয়ে দিতে চায় কালো। নেই কাছে বা আশেপাশে চিন্হ তাদের, তাই খুঁজে বেড়ায় পৌঁছানোর পথ। পায়না ছোট্ট ওয়া দুটো খুঁজে। কিন্তু যাকে সামনে পায়.... সেই জ্বলবে! দাউ দাউ করে। সে যে চণ্ডাল! সে এসে গেছে!