13-07-2022, 09:02 PM
(13-07-2022, 12:38 AM)sringgarok Wrote: গসিপ বন্ধ হয়ে যাবার পরে গসিপের নামের আদলে বেশ অনেকগুলো ফোরাম তৈরি হয় কিন্তু কোনোটাতেই সেভাবে ঢোকা হয় না। দেখা হয় না। নাম দিয়ে কি হবে যদি মানুষগুলো না থাকে। কিন্ত এখানে সেই পুরোনো প্রিয় মানুষগুলোর একজনকে এভাবে আবার হঠাৎ আবিষ্কার করতে পেরে এত ভাল লাগল যে কি বলব। এ যেন হঠাৎ বৃষ্টি...ই।
ইরোটিকা (যৌন-সাহিত্য) এবং নন-ইরোটিকার (মূলধারার সাহিত্য) প্ল্যাটফর্মের ব্যাপারটাতে আমি সবসময় বিশুদ্ধবাদী ঘরানার। আমার মতে দুটোর প্ল্যাটফর্ম সবসময় আলাদা থাকাটা বাঞ্ছনীয়। ভাল non-adult কোনো কন্টেন্ট দেখার জন্য YouTube এর পরিবর্তে YouPorn এ যাওয়াটা কোন কাজের কথা না বরং বিপর্যয়কর ব্যাপার স্যাপার! অ্যামেচার/অপেশাদার লেখকদের জন্য নন-ইরোটিক/মূলধারার সাহিত্য কেন্দ্রিক অজস্র সাইট আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন সৃষ্টি হচ্ছে; হবে। ফলে 'লিটইরোটিকা'র মত অল্প কিছু দূর্লভ ইরোটিকা সাইট কখনো মূলধারার সাহিত্যের প্ল্যাটফর্মে পর্যবসিত হবে না। প্রয়োজন নেই।
গসিপে পিনুদার নন-ইরোটিক একটা গল্পে আমার মন্তব্য না করার কারণ নিয়ে পিনুদার কাছে আমার অবস্থানটা পরিষ্কার করেছিলাম। পিনুদা আমার মতের সাথে পূর্ণ সহমত পোষণ করেছিল। তবে একমত হয়ে আরো একটা নন-ইরোটিক গল্প পোস্ট করেছিল কি না মনে পড়ছে না। হা হা হা।
মানুষের কাম অনেকভাবেই জাগে; শুধু মেয়েদের বিষয় এটা নয়। কারণ এই 'কাম' প্রক্রিয়ার শুরুটা হয় মগজে; দু পায়ের ফাঁকে নয়। মানুষের বুদ্ধিমত্তার উপর কাম জাগাটা খুব স্বাভাবিক জৈবিক প্রবৃত্তি। নির্বুদ্ধিতার উপর সবার কাম জাগলে ভবিষ্যত অন্ধকার। হা হা হা।
গসিপে আমার সিগনেচারে ছিল, যৌন সাহিত্য মানে যেখানে (যৌনতা)কামকে উদযাপন করা হয়। শুধু গোপনাঙ্গ আর মৈথুন-সম্বন্ধীয় কিছু শব্দের যথেচ্ছাচারের সাথে এর সম্পর্ক সামান্য। এসব একান্তই আমার ভুলভাল ভাবনা।
দিদি আপনাকে এভাবে আবার পুরোনো রূপে দেখতে পাওয়াটা সত্যিই দারুন আনন্দের। এই গল্পের থ্রেড প্রসঙ্গে বলব, পাঠকদের সুবিধার্থে প্রথম পাতায় আপডেটের সূচিপত্র থাকলে ভাল হবে।
যাক তবে বহু দিন পরে আপনার আগমন তাও নিজের পুরোন নামে, এ তো অভাবনীয় ব্যাপার। পুটুর পুটুর করে মন্তব্য মিস করছিলাম। কট্টর সমালোচনা ব্যাপার টা আপনি ই পারেন। আর থ্রেড প্রসঙ্গে বলি, ওই সব আমি করতে পারি না। আসলেন থাকবেন কিন্তু। উদয় হয়ে আবার অস্তে চলে যাওয়া টা কাজের কথা নয়।
ঘরাণা আবার কি। সঙ্গীতের কোন ঘরাণা হয় নাকি। হয়ত নয়, আমি জানি হয়। আমি সেটা মিন করিনি। বলতে চাইছিলাম, সঙ্গীত মানুষের ভালো না লাগলে কোন ঘরাণাই আর ভালো লাগে না। যেকোন কলার একটা ভারী দিক হল মানুষের ভালোবাসা আর ভালোলাগা। তারপরে না হয় চুলচেরা বিশ্লেষণ চলুক। আমার মনে হয় আপনার সাথে আমার ও সমালোচক হয়ে যাওয়ার দরকার ছিল।
আমরা আম্যেচার লেখক। মূল ধারার সাহিত্যে কত দৌড় সেটা এখানে একটু টেস্ট করে নিলে ক্ষতি কি। ইরোটিকা কি সত্যি লেখায় থাকে? থাকলে মহায়ন হতো না। থাকলে ভীষ্ম আর অম্বা নিয়ে প্রেমের নাটক হয়ে যেত না। বা মূল ধারার সাহিত্যে লক্ষ প্রক্ষেপণ হয়ে যেত না। মজার ব্যাপার আমি সেদিনে দেখছিলাম, আমার আগের লেখা হার্ড কোর সেক্সুয়াল গল্প দুটো ও নানান লেখকের দ্বারা প্রক্ষেপিত হয়ে গেছে। কারোর চিন্তা কে নাড়িয়ে দিয়েছে কিছু ঘটনা, তাই সেটা নিয়ে পরে কাটা ছেঁড়া চলেছে।
যাই হোক এই সব থাক। এবারে যেন নিয়মিত এই গসিপ পাড়ায় যাতায়াত লেগে থাকে। এই বলে দিলাম। আসুন কিছু পুটুর পুটুর করে জ্ঞান জ্ঞম্যি ছড়িয়ে দিন, তাতে সকলের ভালই লাগবে।