11-07-2022, 09:04 PM
(31-08-2021, 10:19 PM)Bumba_1 Wrote: কাম তাড়নাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে আর তার দুই কামসঙ্গীর প্রতি অত্যাধিক পরিমাণে আকৃষ্ট হয়ে নিজের পরিবারকে অবজ্ঞা করতে শুরু করা সুপ্রিয়ার দায়িত্বজ্ঞানহীনতার জন্যই তার শাশুড়ির মৃত্যু ঘটলো। আপাতদৃষ্টিতে লোভে পাপ করলো বাবাইয়ের মা আর সেই পাপে মৃত্যু হলো বাবাইয়ের ঠাম্মির। কিন্তু এক্ষেত্রে মৃত্যু ঘটেছে অনেকের। যেমন বাবাইয়ের বাবার বিশ্বাসের, বাবাইয়ের শৈশবের এবং অবশ্যই বাবাইয়ের মা সুপ্রিয়ার চরিত্রের (যদিও সেটা প্রথম থেকে বজায় ছিলো কিনা সন্দেহ)।
তুমি বিশ্বাস করবে কিনা জানি না সমাপ্তিটা আমি প্রায় অনেকটাই এরকম করেই ভেবেছিলাম। তবে আমার মতে গল্পটা তুমি একপ্রকার অসমাপ্ত রেখে দিয়েছো .. অর্থাৎ শেষ হইয়াও হইলো না শেষ।
অসাধারণ .. এর বেশী কিছু বলার নেই। চাইবো খুব দ্রুত পরের গল্প নিয়ে ফিরে এসো।
বরাবরের মতোই লাইক এবং রেপু ..
(11-07-2022, 12:15 PM)Baban Wrote: প্রথমত অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম কমেন্ট আমাকেই করেছেন দেখে ভালো লাগলো ❤ আমারলেখা আপনার ভালো লেগেছে জেনেও আনন্দিত।
এবারে যে দুটি পরিসমাপ্তির কথা ভেবেছিলাম সেগুলো নিয়ে বলি - আসলে সেগুলো প্রাথমিক ভাবে ঠিক করে রাখলেও পরে ভেবেছিলাম সেগুলো বীভৎস ও পৈশাচিক তাই অন্য ভাবে ইতি টেনেছি। তার একটি ছিল ওই শয়তানদের সাথে সঙ্গম করতে করতে সেই নারী এতটাই নিজেও শয়তান হয়ে উঠবে যে একদিন সন্তানদের চোখে সব স্পষ্ট হয়ে যাওয়ায় সে আর তার প্রেমিক দল মিলে নিজের সেই আপন সন্তানকে পর্যন্ত সরিয়ে দেবে চিরতরে! আর দ্বিতীয় ছিল এই একি দৃশ্য শাশুড়ি দেখে ফেলবেন আর তারও দশা হবে ওই নাতির মতন বীভৎস আর তাও বৌমার হাতে। শুনতেই কতটা হিংস্র লাগছে না? তাই এই দুই আইডিয়া বাদ দিয়ে একটা অন্য শেষ এনেছি গল্পের যা নিজেও বীভৎস কিন্তু হয়তো এতটা নয়।
এবারে চাইবো সময় পেলে আমার অন্য গল্পেও ঘুরে আসবেন দাদা। ধন্যবাদ