11-07-2022, 06:55 PM
এই গল্পটি, বিশেষ করে এই পর্বটির প্রত্যেকটি লাইন অসাধারণ লাগলো আমার। মানব জীবন যত উন্নত হয়েছে, যত জ্ঞানপ্রাপ্তি করেছে, যত পরিবর্তন এসেছে সমাজে ও মূলত নিজের মধ্যে তা আগে মস্তিষ্কের তারপরে বাহ্যিক। অজ্ঞাত থেকে জ্ঞাত হবার মাঝের এই নির্দিষ্ট পর্যায় ও প্রাকৃতিক নিয়মের বাইরে গিয়ে নিজের একটি আলাদা পরিচয় তৈরী করা, আবার সেই পরিচয় সবার থেকে লুকিয়ে শুধুই নিজের কাছে প্রকাশিত করা, তার সাথে কথা বলা ও প্রয়োজনে তার থেকে শিক্ষা নেওয়া এটাই মনুষ্য জাতির উন্নতি ও অবনতির মূল কারণ। সেই নতুন সত্তা বড়োই অদ্ভুত। কারণ সে মহাজ্ঞানী কিন্তু সেই জ্ঞান সে কিভাবে তোমার কনসাস মাইন্ডকে চালিত করছে সেটাই মূল বিষয়। তাইতো কারোর কাছে অবৈধ মিলন কথাটাও পাপ সমান আবার কারো কাছে অবৈধ বা অনৈতিক সম্ভব এর থেকে উত্তেজক আর কিছুই নয়, আবার কারো কাছে সেই চরম পাপ থেকে মজার আর কিছুই নয়! যার মুখোশ পড়া অজানা সত্তা তাকে যেভাবে চালিত করে আরকি।