11-07-2022, 11:01 AM
ছাত্রী-নিবাসে সাধারণত ও রকম হয় । লেডিS হস্টেলেও হতে পারে । প্রথম বিশ্ব তো ওসবে কিছু মনেই করে না , ধার-ও ধারে না । - ওই তিনটি জায়গাতেই কখনো-না-কখনো ঠাঁই মিলেছে । - কিন্তু , কোনওদিন , বিন্দুমাত্র ইচ্ছেও হয়নি । - ''লেসবি''-র কথা বলছি । . . . . আজ বুঝছি , চূড়ান্ত অনাগ্রহ-ও কখনও কখনও হেরে যায় অসাধারণ উপস্হাপনা , বর্ণিল পরিবেশনা আর অনির্বচনীয় বর্ণনার কাছে । - সালাম জী ।