11-07-2022, 12:07 AM
(10-07-2022, 10:46 PM)Baban Wrote: গোয়েন্দাগিরি, দাদা বোন, দিদি বোনেদের ইয়ার্কি দুস্টুমি আর ইমোশনাল মোমেন্ট সাথে আবার অতীতের সেই হারিয়ে যাওয়া মানুষটার অপেক্ষায় বসে থাকা। নিজের কাছে নিজের ছোট হবার জেদ, ছেলেমানুষি, ছেলেখেলা সব কিছু নিয়ে জমজমাট পর্ব। সাথে আবার পুরানো ফিল্মের বাবা নামক ভিলেন। যদিও পুরোটাই গল্পের স্বার্থে এমন বাবা চরিত্র আনতে হয়েছে কিন্তু এমন বাবা দেখলে মটকা গরম হয়ে যায়। রাগী হওয়া ভালো। পরিবারের বন্ধন বজায় থাকে কিন্তু রাই এর ভাবার এটা নিম্ন মানের চিন্তাধারা। মেয়েকে ভালোবাসেন ঠিক কতটা সেটা জানিনা কিন্তু নারীদের উনি শক্তি হিসাবে বোধহয় দেখেন না, বিপরীতটাই হবে।
আর শেষে বলি.... ওই উপরের ছড়া আমি লিখলেও আমাকে রাই ম্যাডাম এর জন্য লিখতে বলেছিলো রূদ্র বাবু।
ছড়া দিয়েই শুরু, ছড়ার হাত টা তোমান অনবদ্য দাদা।
সময় কাহিনি সংলাপের সংযোজনে তুমি যে ছড়া রচনা করো সেটা অতুলনীয়। বৌদির জন্য এমন লেখো বুঝি??
কাহিনী বিন্যাসে সবটাই দরকার ছিল তাই না চাইতেও ওমন একটা জঘন্য চরিত্র আনতেই হলো। তারপরও দেখি রাই কতোটা কি করতে পারে নইলে আমাদের হিট জুটি অবিনাশ-অঞ্জলি তো আছেই।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।