11-07-2022, 12:02 AM
(10-07-2022, 09:53 PM)Bumba_1 Wrote: পাশার দান যখন তখন উল্টে যেতে পারে .. তবে বিজয় চৌধুরী লোকটা শুধু রগচটাই নয়, তার সঙ্গে ইতর .. যে বাড়ির মহিলাদের সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে বাইরের মানুষকে সম্মান করবে কি করে?
রুদ্র আর রাইয়ের মধুরেণ সমাপয়েৎ এর পথ যে সরল এবং সোজা হবে না সেটা বেশ বুঝতে পারছি।
এমন মানুষ আমার কাছে জঘন্য মনে হয়। কড়া হওয়া আর অসম্মান করা দুটো ভিন্ন বিষয়।
সরল আর সোজা তো ঐ বক্ররেখারই অংশ তাই একটু শক্ত হাতে টানতে হবে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।