10-07-2022, 09:59 PM
ছোটোর মধ্যেই ভালোই ছিল পর্বটি। বুঝতেই পারছি ব্যাক্তিগত জীবনযাপনের চাপে খুব বেশি লেখা হয়ে উঠছেনা। তবে বলবো গল্পটাকে হালকা ভাবে নেবেন না। এটাকে যদি উত্তেজক একটি রসালো গল্প হিসেবে ফুটিয়ে তুলতে চান তবে সময় নিয়ে ভেবে এগিয়ে চলুন। পড়ছে অনেকেই কিন্তু প্রতিক্রিয়া অনেকেই দেয়না, আবার অনেকেই দেয়। কিন্তু নজরে অনেকেরই পড়ে গল্প। আর তার ফলাফল মেলে পরের গল্পে। তাই বলবো এগিয়ে চলুক গপ্পো।