09-07-2022, 04:56 PM
(09-07-2022, 04:19 PM)ddey333 Wrote: মাঝে মাঝে কখনো একটু সময় পেলেও আর উৎসাহ পাইনা , জানি আমি যাই দি না কেন ওই অজাচার গ্যাঙের লোকেরা ছুটে আসবে তাদের হিংস্র থাবা খুলে ... ওরা চায়না যে ওদের ওসব ইতর গল্প ছাড়া অন্য কিছু লোকে পড়ুক আর আর প্রশংসা করুক
এরা পিনুরাম , বোরসেস, নন্দনা , কামদেব , ভার্জিনিয়া বুলস , ত্রম্বক , শ্রীরূপা , দাদা অফ ইন্ডিয়া , তুমি যে আমার , বুম্বা , বাবান , বিচিত্র, Nirjon ...... সবার রেটিং কমিয়ে যায় আর নিজেদের ( নাকি নিজের শুধু ) রেটিং বাড়িয়ে যায় ... রোজ নতুন নতুন আইডি দিয়ে ঢুকছে সে অথবা তার এজেন্ট ...
মানসিক বিকারগ্রস্ত এদের কে ক্ষমা করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ...
গতকালকেই আমাকে মেসেজ করে একজন এই ব্যাপারে প্রশ্ন করছিল আর সমাধানের ব্যাপারে জানতে চাইছিল। তাকে যা বলেছি এখানেও তাই বলছি .. দোষারোপ, পাল্টা দোষারোপ, ঈর্ষা, ক্ষোভ, পিছন থেকে ছুরি মারার মতো রেটিং কমিয়ে দিয়ে যাওয়া, এখানে একজনের অনেকগুলি ফেক আইডির সম্ভাবনা (এটা অবশ্য তোমার কথা অনুযায়ী) ... এই সব কিছু সমস্যার সমাধান তখনই হতে পারে যখন এই ফোরামে একজন প্রকৃত নিরপেক্ষ বেঙ্গলি মডারেটরকে নিযুক্ত করা হবে। সেটা কোনোদিনই সম্ভব নয়, তাই এই সমস্যা কোনোদিনই মিটবে না।