09-07-2022, 01:37 PM
(09-07-2022, 12:27 AM)Baban Wrote:...ইচ্ছে করে লোকটাকে শুনিয়ে শুনিয়ে কথাটা বললেও বলার সময় একটা বাঁধা নিজের মধ্যে অনুভব করায় সরাসরি একবারে বলে উঠতে পারলোনা প্রিয়াঙ্কা। কিন্তু না বলে থামলোও না। ওর ভেতরের সাহস একটু একটু করে বেড়ে চলেছে। ওর কাকুর ওই বীভৎস দৃষ্টিকে দেখে আর ভয় তেমন করছেনা ওর বরং কেমন যেন একটা মজা একটা আনন্দ অনুভব করছে। দারুন ব্যাপার তো!
এই রবিবার রাত্রে আসছে একটি গরমাগরম পর্বনষ্ট কথা (খ)
ওহহহ পোষ্টার টাই তো সব মনোযোগ কেড়ে নিচ্ছে।
এবার বাবলীর নাকি প্রিয়াঙ্কার খেলোয়াড় হয়ে উঠা দেখতে যাচ্ছি মনে হচ্ছে। আর রিং মাস্টার বাবান দা তো সুবিমল কাকু কে আগেই হর অব ফেইমে নাম লিখিয়ে রেখেছে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।