08-07-2022, 05:28 PM
(08-07-2022, 03:59 PM)Somnaath Wrote: থ্রিলার গল্প লিখলেও অনেক আগে থেকে খুব জোরালো না হলেও হাল্কা এবং খুব ছোট ছোট ক্লু দিয়ে গল্পের ভবিষ্যৎ সম্পর্কে একটা আপাত ধারণা দিয়ে দাও - এটাই তোমার লেখার ধরন, এটাই তোমার ইউএসপি। তাই তোমার আগের হিন্টগুলো পড়ে আমার একটা ধারণা হয়েছিল এই রকম কিছু ঘটতে চলেছে। তবে পর্বটি এতটা পাশবিক এবং নারকীয় হয়ে উঠবে সেটা কল্পনা করতে পারিনি। তবে এটি একটি যোগ্য রহস্য রোমাঞ্চ উপন্যাস হয়ে ওঠার জন্য এই পর্বের ভীষণ রকম দরকার ছিল। আর কিছু বলার নেই, পরবর্তী পর্বের অপেক্ষায়
তোমার মতো পাঠক বন্ধুরা যে আমার এই পর্বের গুরুত্ব বুঝতে পেরেছে তার জন্য আমি যারপরনাই আনন্দিত এবং আপ্লুত। সঙ্গে থাকো .. পড়তে থাকো