08-07-2022, 02:05 PM
(07-07-2022, 05:54 PM)nextpage Wrote: প্রথমে ভেবেছিলাম মায়ের জবানী তে লেখবো কিন্তু পরে চিন্তা করে দেখলাম সেটাতে গল্পটা দাড়ায় না যেহেতু দুমাসের মাথায় গর্ভপাত টা হয়েই যাচ্ছে সেখানে মায়ের স্বপ্নে ভিত্তি কই তার চেয়ে সেই ভ্রুণ টাকেই প্রথম পুরুষে নিয়ে আসলাম। তারপর বাকিরাো সেটা পছন্দ করলো।
ধন্যবাদ মন্তব্য জানিয়ে উৎসাহ দেবার জন্য।
গল্পের শেষ লাইন এর আগে অবধি কিন্তু ব্যাপারটা ঠিক বোঝা যায়নি , অন্তত আমি বুঝতে পারিনি।