08-07-2022, 01:55 PM
(08-07-2022, 01:10 AM)nextpage Wrote: ব্যস্ততার কারণে একটু দেরি হলো, দুটো পর্ব একসাথে পরলাম এখন।
গল্পের শুরুতেই একটা পর্বে বলেছিলাম এই গল্পে টাইম ট্রাভেল করতে হবে সেটাই হলো দেখছি৷ কি অসাধারণ বর্ণনায় বেঁধেছো পুরো পর্বটা। প্রেমের টানে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে তিনশো বছর আগে চলে গিয়েও লালি টের পেল না কার হাত টা সে ধরে আছে। সেটাতেও কারণ আছে ভগবান সবাইকে সবসময় সবটা জানায় না, সবসময় আশেপাশে থাকলেও সেই মানুষ গুলো কে সম্মোহনী শক্তিতে বেঁধে রাখে যাতে তারা সঙ্গের মানুষটাকে নিয়ে বেশি কিছু ভাবতে পারে না।
যুদ্ধের পরবর্তী যে বর্ণনা দিলে সেটা আজই জানলাম, এর আগে এ বিষয়ে কোখাও শুনিনি কিন্তু একবারো মনে হলো না যে তুমি ভাট বকছো কারন, সেটা তোমার লেখনী আর ডিটেলিং এর জাদু। এত ইনফরমেশন এড করেছো যে সেখানে সন্দেহ করাটাও পাপ।
সময় ঘনিয়ে এসেছে বাঘমুড়ো বধের সেই সাথে মণি উদ্ধারের এখন শুধু দেখার পালা হীরা লালির প্রেম উপাখ্যান কোথায় গিয়ে ঠেকে।
না না ভিতরের গল্প টা বানানো। কিন্তু পূর্বাঞ্চল থেকে সুশর্মা আর ওই দুই রাক্ষস যুদ্ধ করতে গেছিল সে নিয়ে সন্দেহ নেই। হ্যাঁ ভিতরের কাহিনী টা আমার কল্পনা। এমনিতেও তো বাঘমুড়ো টাই কল্পনা। ইনফর্মেশন যা আছে, মণি নিয়ে চলে আসার টা ছাড়া পুরো টাই সত্য।