08-07-2022, 10:11 AM
আমাদের মতো উটকো-জনেরা 'অম্ল মিষ্ট'-র পরেই থেমে যাই । কিন্তু নিছক খাওয়া তখনই তো হয়ে ওঠে ''মহা-ভোজ'' যখন রসনাকে নন্দিত করতে জুড়ে বসে তিক্ত , কষায় .... - সাহিত্যও তো খাদ্য-ই - মনন-পুষ্টির অন্যতম উপকরণ - সেখানেও তো , পরিপূর্ণতার স্বার্থে , বিচিত্র বিভিন্ন রসের মিশ্রণ হবেই - ''আমার সকল রসের ধারা....'' - সালাম ।