08-07-2022, 09:39 AM
(08-07-2022, 01:24 AM)nextpage Wrote: শুরুতেই বলি পর্বের নাম বিসর্জন হলেও এটা বিভীষিকা পর্বের চেয়ে বেশি বিভীষিকাময় ছিল।
এমন করে তিনজনের কাছে যৌণ নিপীড়নের বর্ণনা করলে যে মাঝে মাঝে মনে হচ্ছিলো আমি নিজেই গল্পের কোন চরিত্র হয়ে অরুন্ধতী কে বাঁচাই আর ওদের শাস্তি দেই, সেটাই হয়তো তোমার লেখার প্রতি মন্ত্রমুগ্ধের মত আকর্ষিত হবার সার্থকতা।
অবশেষে অরুন্ধতী কে নিজের জীবন বির্সজন দিতেই হলো, তবে আমি ভেবেছিলাম সে একটু হলেও ফাইট ব্যাক করবে তবে সেট্ হয়তো গল্পের প্রয়োজনে আর হয়ে উঠেনি। চরিত্রটার প্রমে পড়ে গিয়েছিলাম তুমি সাবধান করেছিলে কিন্তু এসব বিষয়ে কে কবে সাবধান বানী শুনেছিল কে জানে। কেন জানি তবু মনে হচ্ছে ওটা অরুন্ধতীর লাশ না, হয়তো ভালবাসা কে বাচিয়ে রাখার বৃথা চেষ্টা। আর না হয়তো তোমার তৈরী আরও একটা রহস্য।
ফোনটা গোগোল হয়তো ওর বন্ধু কে করেছিল এখন দেখি সামনে কি হতে চলেছে।
অরুন্ধতী থাক আর না থাক, সে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গিয়েছে .. রতনের মৃত্যুই তার প্রমাণ। এই যে আমার সৃষ্টি করা চরিত্রগুলির সঙ্গে তোমরা একাত্মা হয়ে গিয়েছো এটাই তো আমার কাছে বড় প্রাপ্তি। সঙ্গে থাকো .. পড়তে থাকো ..