08-07-2022, 09:38 AM
(08-07-2022, 12:40 AM)Boti babu Wrote: সত্যি অরুন্ধতী নেই মানতে পারছি না কিন্তু এটাও সত্যি এ ছাড়া আর উপায়ও ছিল না এ নরক থেকে বের হওয়ার। যদি দেখতাম আমার প্রিয় অরুন্ধতী এই সব নরকের পিশাচগুলো দ্বারা বিভিন্ন ভাবে কস্টদায়ক ভাবে লুণ্ঠিত অপমানিত ধষিত হচ্ছে রোজ তাইলে কি সত্যি এটা সয্য করতে পারতাম অন্যদের কথা জানি না আমি মনে হয় না পারতাম সয্য করতে।।। তাই আমি অরুন্ধতীর মৃত্যু মন থেকে মেনে নিলাম।।।।
এখন যদি বুম্বা দা অন্য কিছু ঠিক করে থাকে তাইলে আলাদা কথা ।।।
মাথার ভেতরে অনেক প্রশ্ন কিলবিল করছে বুম্বা দা কিন্তু আজকে কোনো প্রশ্ন করবো না , আজ যে আমার অরুন্ধতী নেই আজ বড়ই কস্টের দিন।।।।। প্রশ্নগুলো অন্য দিনের জন্য তোলা রইল।
আমি জানি অনেক প্রশ্ন মাথায় কিলবিল করছে এবং সেটাই করা উচিৎ .. রহস্য ক্রমশ ঘনীভূত হতে শুরু করেছে। এর পরের প্রত্যেকটি পর্ব তে একটা একটা করে জট খোলার পালা .. অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।