07-07-2022, 11:14 PM
(07-07-2022, 10:12 PM)Bumba_1 Wrote: আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তবে শুধু তুমি নয় আমার পাঠক বন্ধুদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি অরুন্ধতীকে ভালোবেসে ফেলেছে। তাদের মন্তব্যে সেটা প্রকাশ পেয়েছে বারবার। কিন্তু লক্ষ্য করে দেখলেই বুঝবে আমি প্রতিবার প্রত্যেকের মন্তব্যের উত্তরে বলেছিলাম অত্যাধিক ভালোবাসা ভালো নয়, ভবিষ্যতে কষ্ট পেতে হতে পারে।
আমাকে মেরে ফেলতেই পারো .. সেটা বড় ব্যাপার নয়, এমনিতেই আর কতদিনই বা বাঁচবো। আরে বোকা ছেলে সুখ-দুঃখ নিয়েই তো চলতে হবে আমাদেরকে .. এখনই এত বিচলিত না হয়ে একটু অপেক্ষা করো না পরে পর্বের জন্য।
no no I didn't mean it, please don't mind dear. আসলে তোমার সৃষ্টি করা চরিত্রগুলি এতটাই জীবন্ত হয়ে ওঠে, প্রতিনিয়ত তাদের অস্তিত্ব অনুভব করি আমার চারপাশে। তাই হয়তো একটু overreact করে ফেলেছিলাম। আর একটা কথা না বললেই নয়, এই পর্বের পর এটা প্রমাণিত চক্রব্যূহে শ্রীতমা এর পরে এই উপন্যাসটিও একটি masterpiece হতে চলেছে