07-07-2022, 10:12 PM
(07-07-2022, 09:56 PM)Sanjay Sen Wrote: না না এ হতে পারে না। আমি কিন্তু বলেছিলাম আমি অরুন্ধতীকে ভালোবেসে ফেলেছি, তুমি এরকম ভাবে শাস্তি দিতে পারো না। অরুন্ধতী শেষ হয়ে যেতে পারে না। তুমি নিশ্চয়ই হেঁয়ালি করে লিখেছ শেষ লাইনটা, তাই না? ওরা হসপিটালে গিয়ে নিশ্চয়ই দেখবে ওই মহিলার মৃতদেহ আসলে অরুন্ধতীর নয়। তাই না?
আর তা যদি না হয় - I'll kill you বুম্বা & I mean it
আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তবে শুধু তুমি নয় আমার পাঠক বন্ধুদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি অরুন্ধতীকে ভালোবেসে ফেলেছে। তাদের মন্তব্যে সেটা প্রকাশ পেয়েছে বারবার। কিন্তু লক্ষ্য করে দেখলেই বুঝবে আমি প্রতিবার প্রত্যেকের মন্তব্যের উত্তরে বলেছিলাম অত্যাধিক ভালোবাসা ভালো নয়, ভবিষ্যতে কষ্ট পেতে হতে পারে।
আমাকে মেরে ফেলতেই পারো .. সেটা বড় ব্যাপার নয়, এমনিতেই আর কতদিনই বা বাঁচবো। আরে বোকা ছেলে সুখ-দুঃখ নিয়েই তো চলতে হবে আমাদেরকে .. এখনই এত বিচলিত না হয়ে একটু অপেক্ষা করো না পরে পর্বের জন্য।