07-07-2022, 10:10 PM
(07-07-2022, 09:28 PM)Baban Wrote:উফফফফ বীভৎস পর্ব! যদিও মাঝে গোগোলের একটা রহস্যময় অংশ ছিল কিন্তু তিন নরপিশাচের যৌন অত্যাচার আর এক অত্যাচারিতা নগ্ন নারীর না চাইতেও কিছু মুহূর্তের জন্য পরিবর্তন সত্যিই ভয়ানক। অন্য কোনো মুহূর্তে হলে উত্তেজক লাগতো অবশ্যই কিন্তু এমন পরিস্থিতিতে পৈশাচিক সেটি। আর শেষের ওই খবর! হে ভগবান! তাহলে কি এই শেষ ছিল অরুন্ধতির চরিত্রের! জানিনা! কিন্তু চাইবো যেন তা না হয়। সেটা মেনে নেওয়া যায়না! কিন্তু লেখকের ভাবনার ওপর,তার ভবিষ্যত চিন্তা ও লেখার ওপর বলা অনুচিত। আজ আর অসাধারণ বললাম না, বলি পৈশাচিক পর্ব।
অরুন্ধতীর চরিত্রটি ভবিষ্যতে আর দেখা যাবে কিনা, এইখানেই তার শেষ নাকি আবার সে ফিরে আসবে এই নিয়ে এখনই কিছু বলতে পারবো না .. এর উত্তর ভবিষ্যৎ বলবে।