07-07-2022, 05:54 PM
(07-07-2022, 04:17 PM)Bichitro Wrote: এই গল্পে সবথেকে শক্তিশালী ব্যাপারটা হলো গল্পের উপস্থাপনা। এই উপস্থাপনার শক্তিতে বাস্তবে যেটা অবৈধ গল্পে সেটা বৈধ হয়ে গেছে । যেভাবে ওই গর্ভের বাচ্চাটার পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে তার স্বপ্নের মাধ্যমে গল্পটা বলা হয়েছে সেটা সত্যি অভিনব । এরকম আগে পড়েছি বলে তো মনে পড়ছে না ...
গল্পের প্লটটা বা বিষয়বস্তু নিয়ে আগে লেখালেখি হয়নি এমন না .. কিন্তু গর্ভের সন্তান প্রথম পুরুষ হয়েছে এরকম আগে পড়িনি । এটা প্রসংশার যোগ্য ...
গল্পের ভাষা নিয়ে আপনার মায়া গল্পেই আপনার প্রশংসা করেছিলাম। এখানেও সেটা অব্যাহত ....
❤️❤️❤️
প্রথমে ভেবেছিলাম মায়ের জবানী তে লেখবো কিন্তু পরে চিন্তা করে দেখলাম সেটাতে গল্পটা দাড়ায় না যেহেতু দুমাসের মাথায় গর্ভপাত টা হয়েই যাচ্ছে সেখানে মায়ের স্বপ্নে ভিত্তি কই তার চেয়ে সেই ভ্রুণ টাকেই প্রথম পুরুষে নিয়ে আসলাম। তারপর বাকিরাো সেটা পছন্দ করলো।
ধন্যবাদ মন্তব্য জানিয়ে উৎসাহ দেবার জন্য।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।