07-07-2022, 04:38 PM
এই গল্পের লেভেল যে কি মারাত্মক উঁচু দরের সেটা বলার অপেক্ষা রাখে না দিদি। কি কি ভাবে রহস্য টা কে তুলে দিলেন উপরে সেটাই ভাবছি। অশ্বথামার মনি। আন্দাজ করেছিলাম। কিন্তু সেই মণির কাহিনী যে এতো সুন্দর ভাবে উপস্থাপিত হবে সেটা ভাবতেও পারছি না। মহাভারত গুলে খাওয়া আপনার সেটা তো পরিষ্কার। অসাধারণ বললেও কম বলা হয়। তার উপরে ধাঁধা? উফ মনে হচ্ছে গোয়েন্দা গল্প। অনন্য দিদি। আজকের বরাদ্দ সব রেপু দিলাম আপনাকে। উফ ভাবতেও পারছি না।
অপেক্ষা সার্থক।
অপেক্ষা সার্থক।