06-07-2022, 06:51 PM
কিন্তু মীনাক্ষী শেষাদ্রির অভিনয় ক্ষমতা প্রায় শুন্য হওয়ায় সে নিজেকে শ্রীদেবী, মাধুরী বা ডিম্পলের মতো অভিনেত্রীর পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারেনি ,তাই পূজা ভাট , পূজা বেদী , রবীনা ট্যান্ডন বা করিশ্মা কাপুরের মতো নতুন নায়িকারা আসতেই মীনাক্ষী শেষাদ্রির হাতে সিনেমা হ হু করে কমতে থাকে , মীনাক্ষী শেষাদ্রি তো কোনো শ্রীদেবী ,রেখা , মাধুরী বা ডিম্পল নয় , যে সে থাকলে সিনেমার ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে। সিনেমায় মীনাক্ষী শেষাদ্রি থাকলেই বা কি বা পূজে বেদী থাকলেই বা কি। সিনেমায় একটা নায়িকা রাখতে হয় তাই রাখা। সিনেমায় মীনাক্ষী শেষাদ্রির মতো নায়িকার আর কি কাজ। ওই স্বল্প বীজে পোশাকে ২/ ৪ তে গানে নায়কের সঙ্গে জড়াজড়ি করা কিংবা ভিলেনের সঙ্গে রেপ সিন এ অংশ গ্রহণ করা। এই রকম কাজ করার জন্য মুম্বাইতে নায়িকার কোনো অভাব নেই , মীনাক্ষী শেষাদ্রি না হলেও চলবে। বরং নতুন নায়িকারা আরো সাহসী। তাই মীনাক্ষী শেষাদ্রির মতো অভিনয় না জানা নায়িকারা বলিউড থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকে কিন্তু হারিয়ে গেলে তো চলবে না ,এই সমস্ত নায়িকারা নিজেদের লাইফ স্টাইল কিভাবে মেইনটেইন করবে।