06-07-2022, 02:44 PM
(06-07-2022, 12:25 AM)muntasir0102 Wrote: এই গল্প/উপন্যাসটা সত্যিই মনে দাগ কাটার মতো একটা গল্প।গল্পের সমাপ্তিটা এভাবে হবে ভাবতেই পারিনি।তুলি তো পিয়ালকে নিয়ে একা আলাদাও থাকতে পারতো নতুন করে আবার বিয়ে করার কি দরকার ছিলো? তাহলেও তো হতো।অভিকে এমন নিষ্ঠুর শাস্তি দেওয়ার জন্যই কি তুলির এই সিদ্ধান্ত?যাইহোক,অভির শাস্তিটা একটু বেশি-ই হয়ে গেলো।
আমার মনে হয় একটা বেশ নিষ্ঠুর শাস্তি প্রাপ্য ছিল অভির , জেনেশুনে একটার পর একটা ভুল করে যাচ্ছিলো ও , তবে শেষে বিচ্ছেদটা যে এরকম পুরো পাকাপাকিভাবে হয়ে যাবে সেটা অন্য সবার মতো আমারও ভালো লাগেনি ...