06-07-2022, 01:10 PM
(06-07-2022, 12:13 PM)Bumba_1 Wrote: অফিসের কাজের পাহাড়সমান চাপ, পারিবারিক কাজের চাপ, এছাড়া নিজের উপন্যাস লেখার চাপ তো আছেই .. সব মিলিয়ে নতুন পর্ব পড়তে একটু দেরি হয়ে গেল।
রহস্য বেশ ঘনীভূত হয়ে গিয়েছে, এবার হয়তো ধীরে ধীরে জট খোলার পালা। দুর্দান্তভাবে এগিয়ে চলেছে এই উপন্যাসের গতিপ্রকৃতি। লাইক এবং রেপু নিয়ে আলাদা করে কোনওদিনই কিছু বলি না, কারণ ওগুলো দিয়েই কমেন্ট করি।
হ্যাঁ গো এবারে জট খুলে ফেলতে হবে। আর বেশী সময় নেই আমার হাতেও। কাজের চাপ চলে আসার আগে ব্যাপার টা কে দাঁড় করিয়ে ফেলতে হবে।