06-07-2022, 01:02 PM
(06-07-2022, 12:05 PM)ddey333 Wrote:
মেয়েদেরও এসব ডিটেল পড়তে ভালো লাগে নাকি !! জানতাম নাতো আগে !!!
বাজে বকা গেল না, তাই না? কেন লাগবে না শুনি। লেখক ইস লেখক। ছেলে মেয়ে বলে আলাদা করতে পার না তুমি। তবে এই মেয়েটার লেখা ডিটেল ই কিন্তু মার্কেটে চলেছিল একসময়। তবে এই লেখার মারাত্মক ডিটেল। মারাত্মক। আমি সমৃদ্ধ হলাম। শারীরিক ডিটেইল কত মারাত্মক হতে পারে সেটা বুঝলাম। আসলে ছেলেদের ডিটেইল টা খুব ভাল জানি। কারণ মেয়েদের নজরে ছেলে দেখা। কিন্তু একজন মেয়ে তো ছেলেদের নজরে মেয়েদের দেখে না। বুঝলাম কি ভাবে দেখে কি দেখে। পরের লেখায় নিজের মতন করে এই ব্যাপার গুলো কে মাথায় রেখে দেব। ডিটেইলিং কত রকম হয় , এই লেখায় আমি বুঝে গেছি। দেখলে তো গুরু অনেক আছে চারিদিকে। কিন্তু সেই গুরুর বেস্ট টা নিতে শিষ্য কিন্তু কম। আমি ভালো শিষ্যা। । তবে এনার লেখা এবারে পেলেই পড়ব।
আর আমি মিথ্যা বলি না। পানুর জগতে এই দাদার লেখা আমি প্রথমবার পড়লাম। আমার আরেকজনের লেখা দারুণ লাগে সে হলো উদোলা চম্পা। এখন নাগ চম্পা নাম নিয়ে এই ফোরাম এ আছেন। সেও নিজের মতন করে দারুণ। এই আপডেট দুর্দান্ত। দুর্দান্ত আপডেট।