06-07-2022, 12:19 PM
(06-07-2022, 10:04 AM)ddey333 Wrote: নারীর নিজের ইচ্ছের বিরুদ্ধে জোর করে ভ্রুণহত্যা চরম পাপ !!
জানিনা আইন এই বিষয়ে কি বলে , আমার এক উকিল বন্ধুকে জিজ্ঞাসা করবো আজ ....
খুব সুন্দর লেখনী , ধন্য আমরা পাঠকেরা তোমার মতো প্রতিভাকে এখানে আমাদের সাথে পেয়ে !!
ধর্মীয় ভাবেও ভ্রূণহত্যা জঘন্যতম পাপ আবার সংবিধান অনুযায়ীও এটা একটা হত্যার মতই অন্যায়। এটা নিয়ে আইন আছে কিন্তু প্রয়োগ নেই। পারিবারিক ভাবেই বিষয়টা মিমাংসা করে নেয়া হয় আর বিশেষ করে মেয়ে বা নারী সবার বিরুদ্ধে গিয়ে এটা নিয়ে অভিযোগ করার সাহস খুব কমই পায় কারণ অধিকাংশ মেয়ে তার মা বাবা আর নারীরা তার স্বামীর সাহায্য পায় না এসব ক্ষেত্রে।
অনেক প্রাইভেট হাসপাতাল আর ক্লিনিক গুলো এই গর্ভপাতের রমরমা ব্যবসা করে চলে। এই চরম সত্যটা অনেক কাছ থেকেই দেখা, ইদানীং কুমারী মেয়েদের গর্ভপাত অনেক বেড়েছে সেই ক্ষেত্রে মেয়েটাও প্রচ্ছন্ন একটা অনুমতি থাকে খুব কম সংখ্যক বাচ্চা টাকে রাখতে চায়৷ নিজেদের কিছু সময়ের অরক্ষিত যৌন আনন্দ উপভোগের ফলে একটা নিষ্পাপ প্রাণের চরম মূল্য দিতে হয়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।