06-07-2022, 11:50 AM
(05-07-2022, 07:52 PM)boro bara Wrote: পড়লাম এই পর্ব টা। সাঙ্ঘাতিক পর্ব। মনেই হলো না কোন ফ্যান্টাসী পড়ছি। যতদূর মনে হলো, হীরা ইচ্ছে করেই অন্য পোর্ট কী দিয়ে লালি কে নিয়ে গেছে অন্য সময়ে। জানিনা এর পরের পর্ব হয়ত এই রহস্য উন্মোচন করবে। বাবান দার কথাই ঠিক। অতীত কে আসতেই হতো বর্তমানের প্রশ্নের উত্তর দিতে। হয়ত লুকিয়ে সেই সময়ে, এই সময়ের কিছু প্রশ্নের উত্তর। সত্যি ই থ্রিলার হয়ে গেছে। বাঙালী হ্যারি পটার? নাকি তার থেকেও বেশী কিছু পেতে চলেছি আমরা তা ভবিষ্যৎ বলে দেবে। এক কথায় অসামান্য।
দিদি আবার বলছি, আমরা ভাগ্যবান তাই সৃস্টি পড়তে পারছি। না হলে সত্যি এই ফোরামের জন্য এই গল্প নয়। জানিনা হয়ত বাকীরা পড়ছেন না। কারন এই কয়জন ছাড়া তো কাউকে কমেন্ট ও করতে দেখি না। এই গল্প না পড়া কিন্তু এটা তাদের লস।
হে হে। কি যে বল। তোমাদের ভালো লাগছে আমার এটাই অনেক।