06-07-2022, 11:49 AM
(05-07-2022, 07:02 PM)Baban Wrote:লেখার শুরুর দিকেই বলেছিলাম এই গল্পের যা গুন তাকে সঠিক ভাবে চলচ্চিত্র হিসাবে ফুটিয়ে তোলা এখানকার কম্পিউটার গ্রাফিক্স এর কাজ নয়, বা বলা উচিত ওতো বাজেট নেই। কিন্তু সেই পরিমান অর্থ সঠিক ভাবে কাজে লাগিয়ে অসাধারণ পরিচালনা ও সেই মানের vfx এর মাধ্যমে যদি সব কিছু ফুটিয়ে তোলা যায় তবে এই কাহিনী, সেই সিনেমা কাল্ট ক্লাসিক হয়ে ইতিহাসের পাতায় লেখা থাকবে।
এবার আসি আজকের পর্বে - কল্পবিজ্ঞান, ভালোবাসা, ভয় ও বিদ্রোহ সব কিছুই ছিল আজকের পর্বে। বর্তমান যে জবাব দিতে অক্ষম তা জানতেই যেন অতীতের আবির্ভাব এইভাবে। এই অতীতের কিছু অজানা কথাই ভবিষ্যতকে রক্ষা করতে পারবে। উফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ কিসব আসছে এই গল্পে পরপর!! আর এটাকে ফ্যান্টাসি লেখা ঠিক নয়, এ যে অসাধারণ থ্রিলার!!♥️♥️
হ্যাঁ, এই রকম একটা গল্পের প্ল্যান ছিলই আমার। তোমাদের ভালো লাগছে এটাই অনেক।