06-07-2022, 01:11 AM
(05-07-2022, 10:16 PM)nandanadasnandana Wrote: ধ্যাত কি লিখলে এটা। ভাবতেও পারছি না। সমস্যা হলো, গল্প বা জীবনের যেই চরিত্রই হোক না কেন, নিজেকে সবাই সেখানে বসিয়ে নেয় একবার করে। ছেলে হলে ছেলেটির জায়গায় আর মেয়ে হলে মেয়ের জায়গায়। যেমন এখানে উপস্থিত সকল ছেলে রাই , ওই বাচ্চাটির জায়গায় নিজেকে বসিয়ে ফেলেছে আমি নিশ্চিত। ঠিক তেমন ই মায়ের জায়গায় আমি আমাকে বসিয়েছি।
ইল্লী নাকি! নিজের ছেলেকে , নিজের সন্তান কে ছেড়ে দেব? কোত্থাও যাব না। নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে তাকে মানুষ করব নিজের কাছে রেখে। কোন সন্তানের যেন স্বপ্ন ছাড়খার না হয়। কামনা করি সব মায়েরা যেন বজ্রের থেকেও কঠিন হয়ে নিজের সন্তান কে নিজের কাছে আগলে রেখে দেয়। তাতে সে কানীন ই হোক না কেন।
দারুন গল্প। আরেক টু বড় পরিসর নিয়ে লিখতে পারতে গল্প টা।
স্বাভাবিক অবস্থায় লিখলে হয়তো বড় করেই লিখে ফেলতে পারতাম, কিন্তু ঐ সময়টাতে যা লিখেছি পরে আর সেটাকে টানতে ইচ্ছে হলো না।
মায়ের অদম্য শক্তি, কিন্তু আমরাই হয়তো তাকে সবসময় দমিয়ে রাখি। এমন একটা আবহ তৈরী করে রাখি যে সে নিজের শক্তি নিয়ে নিজেই সন্দিহান হয়ে পরে। তবে সে চাইলে সব পারে কিন্তু আমরা যে সমাজের বেড়াজালে বন্দী গো দিদি৷ অনেক সময় বুকে পাথর চাপা দিয়ে কত কি করে যেতে হয়।
কেউ আকড়ে ধরে রাখতে চায় আবার কেউ ঝেরে ফেলতে চায় সবারই নিজের অবস্থান থেকে হয়তো ওমন পরিস্থিতি তৈরী হয়ে থাকে। তবে আমার মন কাদে সবকিছুর উর্ধ্বে থাকা সেই নিষ্পাপ প্রাণ টার জন্য।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।