Thread Rating:
  • 19 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু স্বপ্নের ইতি (ছোট গল্প)
#22
(05-07-2022, 09:52 PM)Baban Wrote:
এই লেখা পড়ে স্তব্ধ হয়ে গেছি। শুরুর আর শেষের মাঝের ওই অসাধারণ লাইনগুলি যেমন খুশি করলো, ঠিক তেমনি শেষের ওই বিশেষ অংশটা কেমন যেন করে দিলো ভেতরটা। এ তো ভয়ানক একটা চমক। উফফফফ অসাধারণ আবার ক্রুর বাস্তবের দেয়ালে গাঁথা কঠিন সমাজের কালো সত্য। তাহলে সন্তান কি সত্যিই আপন? নাকি পুরোটাই স্বার্থ? বিবাহিত হলেই সে কলিজার টুকরো আর না হলে? সমস্যা? ঝামেলা আর ঘেন্নার কারণ? বাহ্!

না তার মানে এই নয় যে আমি সেই ভুলকে সমর্থন করছি। কিন্তু যে ভুলে মিশে থাকে বিশ্বাস ও ভালোবাসা তার ফসল কিভাবে সৃষ্টির অযোগ্য হয়? পিতা মাতার বা বলা উচিত পুরুষ নারীর সাময়িক মজার শাস্তি কেন পাবে একটা জীবন? তাহলে পুরোটাই স্বার্থ?

কিন্তু শেষে কেউ যেন এটাও বলে - স্বার্থ দিয়ে গঠিত রক্ত মাংসের শরীরেও থাকে বুক। মন থাকে তাতে। তাতে থাকে ভালোবাসা ও শ্রদ্ধা। আর সেই মন সকলের এক হয়না। কেউ অনাথকেও তুলে নেয় বুকে। কেউ আবার সন্তানের সামান্য ব্যাথায় কেঁদে ওঠে। সেই সব পিতা মাতার স্বার্থ নিজের সৃষ্টি কে সকল বিপদ থেকে রক্ষা করে ভবিষ্যতের আশার কিরণ হিসাবে জাগিয়ে তোলা। এও এক স্বার্থ। সেই স্বার্থ এক নতুন স্বপ্ন দেখাতে শেখায়। সব স্বপ্ন খারাপ হয়না, কিছু হয় বড়ো মধুর। অসাধারণ লাগলো ভায়া। clps clps♥️


বিশ্লেষণ কিছু প্রশ্ন কিছু প্রচন্ড সামাজিক সত্য কথা আর সেই সাথে মানুষের ভেতরের লুকানো আরেকটা চরিত্রের যে বর্ণনা দিলে সেটা অসাধারণ।
শুরুতেই বলেছিলাম গল্পটা আরেকজন পড়েছে আগেই, যেদিন সে পড়লো যদি কাছে পেতো তবে আমাকে হয়তো মেরেই দিতো। সে কি কান্না এত দূর থেকে আমি তাকে সামলাই কি করে, হয়তো সে অনেক আগের একটা ভুল করতে গিয়েও শেষমেশ আর করা হয় নি বলে আজ সেটার জন্য শুকরিয়া জানাচ্ছিলো মনে মনে।
কারও কাছে ভুল কারও কাছে ভালোবাসা আবার কারও কারও কাছে কিছু মূহুর্তের আনন্দ মাত্র।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply


Messages In This Thread
RE: কিছু স্বপ্নের ইতি (ছোট গল্প) - by nextpage - 06-07-2022, 01:04 AM



Users browsing this thread: 3 Guest(s)